পুজো পুজো পুজো --- হয়ে গেল পুজো...
কাল সকালেই উঠে যাবে সঅব আইস্ক্রীম, রোল, ফুচকার স্টল। পড়ে থাকবে মাঠ জুড়ে শালপাতা আর আইসক্রীমের বাটি। ড্যাং ড্যা ড্যা ড্যাং ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাং ড্যাড্যাং ড্যাং শব্দ করে ঢাকও জানিয়ে দেবে মা এবার বিদায় নেবেন। আমরা তলানি পর্যন্ত আনন্দ চেটেপুটে সাফ করার জন্য কাল দশমীর সকালেও বন্ধুরা একজোটে মেতে উঠব আবার।
দেখব, নর্থল্যান্ডের নাচের আসরে কত জুনিয়র দের ভীড়। চোখের ভাষায় রচিত হচ্ছে আরো কত নতুন মহা কাব্য। কার চোখের দিকে তাকিয়েই কার নাচের ছন্দ পাচ্ছে নতুন জোয়ার। কেউবা নিরাশ হয়ে পাশে সরে এসে বলছে, "ড্যান্সিং ইজ্ন্ট মাই কাপ অব টী"। গল্পটা সেই এক ই থাকবে... কিন্তু মুখগুলো যাবে পালটে। আমরা পাশে সরে এসে দাঁড়িয়ে দেখব। বুঝতেও পারব না কখন আমাদের জায়গায় নতুনেরা লিখে চলেছে সেই এক ই আখ্যান।
কাল সকালেই উঠে যাবে সঅব আইস্ক্রীম, রোল, ফুচকার স্টল। পড়ে থাকবে মাঠ জুড়ে শালপাতা আর আইসক্রীমের বাটি। ড্যাং ড্যা ড্যা ড্যাং ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাং ড্যাড্যাং ড্যাং শব্দ করে ঢাকও জানিয়ে দেবে মা এবার বিদায় নেবেন। আমরা তলানি পর্যন্ত আনন্দ চেটেপুটে সাফ করার জন্য কাল দশমীর সকালেও বন্ধুরা একজোটে মেতে উঠব আবার।
দেখব, নর্থল্যান্ডের নাচের আসরে কত জুনিয়র দের ভীড়। চোখের ভাষায় রচিত হচ্ছে আরো কত নতুন মহা কাব্য। কার চোখের দিকে তাকিয়েই কার নাচের ছন্দ পাচ্ছে নতুন জোয়ার। কেউবা নিরাশ হয়ে পাশে সরে এসে বলছে, "ড্যান্সিং ইজ্ন্ট মাই কাপ অব টী"। গল্পটা সেই এক ই থাকবে... কিন্তু মুখগুলো যাবে পালটে। আমরা পাশে সরে এসে দাঁড়িয়ে দেখব। বুঝতেও পারব না কখন আমাদের জায়গায় নতুনেরা লিখে চলেছে সেই এক ই আখ্যান।
No comments:
Post a Comment