Search within this blog

Wednesday, October 08, 2008

নবমীর শেষ দুপুর

ঠিক এই সময়টাতেই মনটা খারাপ হয়ে যায় নবমীর শেষ দুপুরে, গুরুভোজনের রেশ নিয়ে উঠে আসা একটা আলতো ঢেকুর তুলে যখন জানালার ধারে বা ছাদে গিয়ে দাঁড়াই, আর পাড়ার পূজামন্ডপ থেকে ভেসে আসে কোন সুপরিচিত হিন্দী গানের সুর... ঠিক তখনই একরাশ বিষাদ যেন ঘিরে ধরে মনে পড়ে যায়, এই গান, এই ঢেকুর, এই যে একটুপর বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেরব... যাদের অনেকের সঙ্গেই দেখা হল ঠিক একটি বছর পরে... বা যাদের সঙ্গে আদৌ আগে দেখা হয়নি - এবারই প্রথম আলাপ, এই যে তিন-চার দিন সব ভুলে থাকা, যাবতীয় ফ্রাস্ট্রেশানকে দূরে সরিয়ে রেখে সবার সঙ্গে একই আনন্দে মেতে ওঠা, আজই তার শেষ দিন আজই শেষ নিশ্চিন্তে পুজোসংখ্যা নিয়ে বসে আছি, আজই শেষ বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরোব কাল থেকে আবার সব ঘিরে ধরবে...

কাল থেকেই শুরু একবছরের অপেক্ষার...

ঠিক এই সময়টাতেই, মনটা তাই বড্ড খারাপ হয়ে যায়

No comments: