Search within this blog

Sunday, December 31, 2006

WORLD CUP FOOTBALL 2006

My point of view

- Joydip Datta

If I say, this year was special for football lovers across the world, (let me assume) you will ask “Why?” Then I will answer “It is because World Cup Football 2006”. Then you will probably want some more information on this tournament. I will deliver those copying from a daily news paper. After delivering a good damn detail of the game, at the last phase, (again let me assume) you will ask “Can you tell me who the winner was?” and I will say “Italy”. And this essay will turn out to be another ordinary newspaper reporting especially suitable for Anandamela and probably Desh also. So, I do not want my essay to deal with those silly information and cliché stack of views-counterviews (stealing from the newspaper… of course!). Apart from that, I would like to share some of my personal views with you.

VIEW #1:

I think World Cup 06 was a very good method to turn the mankind living in eastern countries like India into a nocturnal species. During the world cup, we use to sleep usually at 3:00AM daily. But we had to rise up at the routine time as we also had to attend our works. And the result? Officers doze at the office; clerks and peons also doze. Drivers doze on the road. Teachers doze at the classrooms. The students whose schools are open doze at school and who are still in their vacations doze at home.

VIEW #2:

This second view deals with some more important matter.

Ok, tell me, whom did you predicted to be the champion? Brazil? Argentina? Germany? England? ......... Which country? I am sure you couldn’t even think about Italy. Not even in wildest of your dreams.

If you guess that I am now going to write about the tactics that Italy followed to win the World Cup, you are wrong. I am not even going to discuss about the negative points of the so called big teams. I just want to talk about the gambler who dared to play a bet on Italy.

VIEW #3:

I do not know why the people in India pay so much attention on these tournaments. As India is not playing in the World Cup nor it has any chance of that in next 60 years* I just don’t find any attraction towards these kind of world cups. Before the tournament I tried to find out a team which I could support. But even after a great deal of thinking, I was unable to find out any single team that had any solid reason of supporting. Moreover, India as a football playing nation does not make any difference in the world football map. And there is hardly any chance of that in near future. Supporting any other team is basically like to be satisfied with an inferior substitute.



Explosion 1: VIEW 4


The views mentioned here are completely personal and have no connection with other people’s views. If there is a similarity then it is purely coincidental. The passages do not make any kind of expressed or implied guarantee of meeting your requirements including but not limited to the cultural and behavioural shock after reading some bakhwaas item. But you are always welcome to pluck your hairs and spell as many curses and slang as you want. Ha! Ha!! Ha!!!

Writer is not an ex sport analyst.

------------------------------------------------------------------------------------------
At this year ending, I share some of my views over some of iMPORTANT events of 2006... This should be the beginning - Joydip Datta 31st DEC, 2006

Tuesday, October 10, 2006

সবাই পাখী জুটিয়ে নিয়ে চুটিয়ে করছে প্রেম,

আমি খালি একলা বসে, শেম শেম শেম।

শেম-এর পরে শেম জমে টু-দি-পাওয়ার কত

কে জানে তা! হিসেব কষার সময় পেলাম নাতো।

আজকে যখন ভাবতে বসি, সামনে নিয়ে খাতা

স্মৃতির ঢেলা উজিয়ে উঠে এক্কেবারে যা তা।

Monday, October 09, 2006

-: পুজো ও বিজয়ার ছড়া :-

শিউলি ফুলের গন্ধ মেশা

হাওয়ায় যেন আজব নেশা

শিশির ভেজা ভোরের মাটি

ঢাকে আবার পড়লো কাঠি

শরৎ আবার ডাক দিয়েছে

মা এসেছে

ঢাকের উপর ছিল কাঠি

পুজো হল জমজমাটি

আজ মায়ের ফেরার পালা

জানাই তাই এইবেলা

শুভ বিজয়া

সাদা মেঘের ভেলা

নীল আকাশের কোলে,

শিউলি ফুলের মেলা

সবুজ ঘাসের ঢালে

এমন করে আবার এস

মাগো, হাসির ঝলক নিয়ে

কাটলো পুজো চারটে দিন

wait আবার অনেক দিন

চারদিনেরই চাওয়া পাওয়া

সব পেয়ে আজ বিজয়া

মন বলে আজ ঢাকের রবে

আসছে বছর আবার হবে

Sunday, October 01, 2006

MISTAKE TO MISTAKE
CODE LANGUAGE. YOU WILL NOT UNDERSTAND (HA! HA!! HA!!!)

Thursday, September 28, 2006

কী যাতনা বিষে বুঝাবে সে কিসে

কভু আশীবিষে দংশেছে যারে

Tuesday, September 26, 2006

<<এই লাইনটাও ঝাড়া>>

নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম...

Monday, September 25, 2006

ইস্‌! পুজোর মাত্র চারদিন আগে এত বৃষ্টি! চারদিকে বন্যা।
আরে বাবা, বন্যা যদি হবিই, তো ক'দিন আগে হলে পারতিস, এখন এই চারদিনে
কী করে বন্যার লাইটিং বানিয়ে পাব্‌লিককে খাওয়াই বল্‌তো!

আরে, প্রিন্সকে দেখে শেখ, কী সুন্দর দুমাস আগে কুয়োয় পড়ল।
এনাফ টাইম পেলাম হাতে।



(আমরা তো সুনামির লাইটিং দেখেও হাত্‌তালি দিয়েছিলাম!!!)

Sunday, September 24, 2006

হারিয়ে যাবেন কার সাথে?

<< এই লাইনটা ঝাড়া...>>

দাও গো আমারে ভরে নীরব অহঙ্কারে...

Friday, September 22, 2006

যতদিন আমি তোমার কাছে আছি,
যা যা পাওয়ার পেয়ে নাও।
প্রাণভরে ভালবেসে নাও।
জানিনা কবে শুরু হয়ে যাবে
অব্যক্ত প্রতিশ্রুতির নিঃশব্দ বিস্মরণ।

Sunday, September 17, 2006

আমার সেই আগের কবিতাটির শেষ অনুচ্ছেদটি একটু পরিবর্তন করলাম:

সারাদিন বসে বসে দুঃখ বিলাস আর

বুকের ভেতরে জমা চাপা হতাশা;

কিন্তু এখনও জানি জেগে আছে প্রাণ...

যতখানি প্রাণ ঠিক তত ভালবাসা

JDL-15062003-2CX

প্রেম কাকে বলে জানো নাকি তুমি?
কাকে বলে প্রেম... জানোনা! তাহলে,

শুনে নাও আজ

প্রেম হল গিয়ে ফালতু ফানুসে
উড়ে চলা আর

কিছুটা বাদেই ফট করে তুমি

যাবে যেন ফেঁসে

মিছে ভালবেসে

শক্ত মাটিতে আছড়ে পড়ার আগেই

পড়বে প্রেম বারিধিতে

আর একবার
ক্ষীরবারিধীতে, ফের একবার

তারও কিছু বাদে ট্রান্সফার হবে

বিষ্ঠাসলিলে।

ফের দাও ডুব, সাঁতার জানোনা?

ফের যাও মরে।

আবারও বাঁচো,
কারও হাত ধরে।

অন্য সে হাত একই হাত নয়।

মন যারে চায়, সে হাত তুমি পাবেটা কোথায়?
সবই বিচ্ছিন্ন ভাঙাগড়ার খেলা...।

দুদিনের ভাব, তারে বলি প্রেম
তারপরে শেষ।

সব শেষ।

ফানুস চুপসে যায়।

প্রেমসরোবর খটখটে।

হয়তো যুক্ত হয় নতুন বন্ধন, সম্পর্কের
কিন্তু প্রেম কমে আসে।

আস্তে আস্তে,

তাই না?

প্রেম হল গিয়ে শুধু দেওয়া আর নেওয়া
পলিসির নাম গিভ অ্যান্ড টেক।

তৃষ্ণার্ত মানুষ যখন

বেপাড়ায় গিয়ে খুঁজে ফেরে প্রেম,

প্রেম কিনে নেয় টাকার বদলে,

আমরা বলি, ছি ছি ছি।

তুমি আর ও,
দুজনে যখন রাস্তায় হাঁটো;

গুজুর গুজুর
ফুসুর ফুসুর
কীসব যেন বল,

সেটা প্রেম নাকি?

হয়তো হবে;

প্রেমিকা, না শুধু শরীর ওটা
ভেবে দেখেছো কি?

হয়তো দেখেছো।

ফুলশয্যাসম রাতে,
চুপি চুপি খুলে গিয়েছিল সব বাঁধ।

সকালে অবশ্য যে কে সেই।

রাতের আদরের সব চিহ্ন,

মুছে ফেল শরীর থেকে;...

আমরা বলি,

ভদ্রলোক এরা।

আর তার দুদিন বাদেই,
তোমাকে লেঙ্গি মেরে আরেকটার সাথে করে।

আমরা বলি,

যাঃ কলা।

সত্যিকারের প্রেম কাকে বলে জানো?
ক্ষীরবারিধি সে নয়।
বিষ্ঠাসলিল তো নয়ই।
সত্যিকারের প্রেম হল,...

যাকে বলে স্যালাইন ওয়াটার।
দুঃস্থ তোমাকে বাঁচিয়ে তুলবে,

দেবে নতুন জীবন,

যোগাবে বাঁচার আশা,

জীবনের রসদ হয়ে উঠবে,

কাজে লাগাবে না;

কাজে লাগবে।

Wednesday, September 13, 2006


Harry Potter and the Strange Voice

I suddenly fell asleep at 12:30 today. And I had a dream on Harry Potter, Ron, Hermione, Ginny and me. The one thing very particular about the dream is that it seemed very vivid. Although I can’t remember all the things mow.

When it started, it showed Harry, Ginny, Ron and Hermione playing in Hogwarts play ground (which had very astonishing similarity to our college). Ron and Hermione were chatting where it seemed to be a swing. In a distant swing, Harry and Ginny could be seen. Other Hogwarts students could be seen every where chatting constantly with glee. Interestingly, I could be seen any where in the picture but it could be felt that I was actually watching the whole thing in TV.

Suddenly Ron had a little argument with Hermione and went for Harry. Instead of being angry, Hermione ran after Ron explaining something very indignantly. She was trying to convince Ron about something. Then they went to that swing where Harry and Ginny was talking. So now we could see them more closely and their talks could be heard.

Ron said, “Hi! Harry!! Hermione, Can we talk about that later? Please!!”

Hermione said, “OK. But you got to understand that…”

At this point, Harry said “Er… Hello!” as if he was a bit absent minded. Ginny said nothing and stared at the distant Astronomy tower.

Harry continued, “Tomorrow is Quidditch final. Prof. McGonagall wants all Gryffindors to ware special badges to answer the Slytherins. So I have to distribute these badges to all of us and you are going to help me.”

“Well of course.” Said Ron and for the first time Hermione gave a smile.

Harry then took out three badges and gave one to each of them. But we could only see Ginny’s badge closely, which read (instead of ‘Gryffindor is the Winner’ or something similar) ‘For Whom Who Loves’. In background, a voice, which was felt to be of JK Rowling herself, said, “What was meant and what is understood.”

Right then the dream breaks.

Sunday, September 10, 2006

Thinking Through Self
...






When you
see through your eyes, you see it in your own perspective. But when you see
thrugh your inner self, the thing is different. The perspective is enlarged. You
not only see your views, but also other's hearts. Souls are
connected



আবার কবিতা


অলস মস্তিষ্ক শয়তানের বাসা
কলস মস্তিষ্ক ভুষি দিয়ে ঠাসা
আজেবাজে কথা তাই আনশান ভাষা
নিরলস মগজের কাজ ভালবাসা

“May you live as long you wish and love as long as you live” Robert Heinlein

আমি যখন উপরের দিকে তাকাই তখন মনে হয় সবাই কত সুখে আছেকতহাসি, কত আনন্দআমার নিজের অবস্থার কথা ভেবে ভীষণ দুঃখ হয়তারপর আমি নিচের দিকে তাকাই, আমার আরো বেশী দুঃখ হয়

সারাদিন বসে বসে দুঃখ বিলাস আর
পুরনো কথা ভেবে চাপা হতাশা;
আবার কোন স্মৃতিতে একটুকু হাসা;
যতখানি প্রাণ ঠিক তত ভালবাসা