-: পুজো ও বিজয়ার ছড়া :-
শিউলি ফুলের গন্ধ মেশা হাওয়ায় যেন আজব নেশা শিশির ভেজা ভোরের মাটি ঢাকে আবার পড়লো কাঠি শরৎ আবার ডাক দিয়েছে মা এসেছে | ঢাকের উপর ছিল কাঠি পুজো হল জমজমাটি আজ মায়ের ফেরার পালা জানাই তাই এইবেলা শুভ বিজয়া |
সাদা মেঘের ভেলা নীল আকাশের কোলে, শিউলি ফুলের মেলা সবুজ ঘাসের ঢালে এমন করে আবার এস মাগো, হাসির ঝলক নিয়ে | কাটলো পুজো চারটে দিন wait আবার অনেক দিন চারদিনেরই চাওয়া পাওয়া সব পেয়ে আজ বিজয়া মন বলে আজ ঢাকের রবে আসছে বছর আবার হবে |
No comments:
Post a Comment