Search within this blog

Monday, October 09, 2006

-: পুজো ও বিজয়ার ছড়া :-

শিউলি ফুলের গন্ধ মেশা

হাওয়ায় যেন আজব নেশা

শিশির ভেজা ভোরের মাটি

ঢাকে আবার পড়লো কাঠি

শরৎ আবার ডাক দিয়েছে

মা এসেছে

ঢাকের উপর ছিল কাঠি

পুজো হল জমজমাটি

আজ মায়ের ফেরার পালা

জানাই তাই এইবেলা

শুভ বিজয়া

সাদা মেঘের ভেলা

নীল আকাশের কোলে,

শিউলি ফুলের মেলা

সবুজ ঘাসের ঢালে

এমন করে আবার এস

মাগো, হাসির ঝলক নিয়ে

কাটলো পুজো চারটে দিন

wait আবার অনেক দিন

চারদিনেরই চাওয়া পাওয়া

সব পেয়ে আজ বিজয়া

মন বলে আজ ঢাকের রবে

আসছে বছর আবার হবে

No comments: