Search within this blog

Sunday, September 10, 2006

আবার কবিতা


অলস মস্তিষ্ক শয়তানের বাসা
কলস মস্তিষ্ক ভুষি দিয়ে ঠাসা
আজেবাজে কথা তাই আনশান ভাষা
নিরলস মগজের কাজ ভালবাসা

“May you live as long you wish and love as long as you live” Robert Heinlein

আমি যখন উপরের দিকে তাকাই তখন মনে হয় সবাই কত সুখে আছেকতহাসি, কত আনন্দআমার নিজের অবস্থার কথা ভেবে ভীষণ দুঃখ হয়তারপর আমি নিচের দিকে তাকাই, আমার আরো বেশী দুঃখ হয়

সারাদিন বসে বসে দুঃখ বিলাস আর
পুরনো কথা ভেবে চাপা হতাশা;
আবার কোন স্মৃতিতে একটুকু হাসা;
যতখানি প্রাণ ঠিক তত ভালবাসা

No comments: