Search within this blog

Sunday, September 17, 2006

JDL-15062003-2CX

প্রেম কাকে বলে জানো নাকি তুমি?
কাকে বলে প্রেম... জানোনা! তাহলে,

শুনে নাও আজ

প্রেম হল গিয়ে ফালতু ফানুসে
উড়ে চলা আর

কিছুটা বাদেই ফট করে তুমি

যাবে যেন ফেঁসে

মিছে ভালবেসে

শক্ত মাটিতে আছড়ে পড়ার আগেই

পড়বে প্রেম বারিধিতে

আর একবার
ক্ষীরবারিধীতে, ফের একবার

তারও কিছু বাদে ট্রান্সফার হবে

বিষ্ঠাসলিলে।

ফের দাও ডুব, সাঁতার জানোনা?

ফের যাও মরে।

আবারও বাঁচো,
কারও হাত ধরে।

অন্য সে হাত একই হাত নয়।

মন যারে চায়, সে হাত তুমি পাবেটা কোথায়?
সবই বিচ্ছিন্ন ভাঙাগড়ার খেলা...।

দুদিনের ভাব, তারে বলি প্রেম
তারপরে শেষ।

সব শেষ।

ফানুস চুপসে যায়।

প্রেমসরোবর খটখটে।

হয়তো যুক্ত হয় নতুন বন্ধন, সম্পর্কের
কিন্তু প্রেম কমে আসে।

আস্তে আস্তে,

তাই না?

প্রেম হল গিয়ে শুধু দেওয়া আর নেওয়া
পলিসির নাম গিভ অ্যান্ড টেক।

তৃষ্ণার্ত মানুষ যখন

বেপাড়ায় গিয়ে খুঁজে ফেরে প্রেম,

প্রেম কিনে নেয় টাকার বদলে,

আমরা বলি, ছি ছি ছি।

তুমি আর ও,
দুজনে যখন রাস্তায় হাঁটো;

গুজুর গুজুর
ফুসুর ফুসুর
কীসব যেন বল,

সেটা প্রেম নাকি?

হয়তো হবে;

প্রেমিকা, না শুধু শরীর ওটা
ভেবে দেখেছো কি?

হয়তো দেখেছো।

ফুলশয্যাসম রাতে,
চুপি চুপি খুলে গিয়েছিল সব বাঁধ।

সকালে অবশ্য যে কে সেই।

রাতের আদরের সব চিহ্ন,

মুছে ফেল শরীর থেকে;...

আমরা বলি,

ভদ্রলোক এরা।

আর তার দুদিন বাদেই,
তোমাকে লেঙ্গি মেরে আরেকটার সাথে করে।

আমরা বলি,

যাঃ কলা।

সত্যিকারের প্রেম কাকে বলে জানো?
ক্ষীরবারিধি সে নয়।
বিষ্ঠাসলিল তো নয়ই।
সত্যিকারের প্রেম হল,...

যাকে বলে স্যালাইন ওয়াটার।
দুঃস্থ তোমাকে বাঁচিয়ে তুলবে,

দেবে নতুন জীবন,

যোগাবে বাঁচার আশা,

জীবনের রসদ হয়ে উঠবে,

কাজে লাগাবে না;

কাজে লাগবে।

No comments: