Search within this blog

Sunday, June 22, 2008

তোমার জন্য

তোমার জন্য কি কবিতা লিখব আমি?
সব শব্দই তুচ্ছ লাগে তোমার কাছে।
তোমার জন্য থাকুক আমার নীরবতাই,
চোখের ভাষায় মনের কথা পাবেই খুঁজে।
আনন্দ আর ফুর্তি মাখা সব কবিতা
ছড়িয়ে দিলাম সবার জন্য সকল দিকে,
এখন এসো তোমার সঙ্গে শেয়ার করি,
জমিয়ে রাখা কষ্ট যত আমার বুকের।
তুমি আমার চাঁদ-তারা-ফুল-আকাশ-বাতাস...
এসব আমি বলব না তো কোনওদিনই;
বলব শুধু একলা চলার বিশ্বমাঝে,
নিজের বলতে আমি শুধু তোমায় চিনি।
তোমার জন্য কি কবিতা লিখব আমি?
যা লিখি আমি তাই যে বড় কম মনে হয়।
তোমার সাথে ভাগ করি তাই নীরবতাই।
তুমি আমার একলাবেলার দোকলা সময়।।

- জয়দীপ



No comments: