Search within this blog

Wednesday, June 25, 2008

ফিরে এসো গুচ্ছ ভাট

হেঃ!! গত কয়েকদিনের পোস্টগুলিতে যেন কতকটা সিরিয়াস-সিরিয়াস ভঙ্গী এয়েচে আমার ব্লগে। উরেব্বাবা... ইঞ্জীরি গপ্পপো... যেগুলান বাপের জম্মেও কোনদিন শেষ হবে না সে গ্র্যান্টি অথর দিচ্চে... হুঁ হুঁ বাবা, হেই আমি দিচ্চি। সঙ্গে আবার কোদ্দিয়ে না কোদ্দিয়ে জোগাড় করে কপি পেস্ট পোস্ট ছিল দুইখান। তা আজ ফিরে এল সেই পুরাতন হ্যাজানো। মাতৃভাষায় আটভাট হ্যাজানোর মতন সুখ কি আর অন্য কোথাও আছে রে ভাই?

এই যে পরীক্ষার শেষে বাড়ী বসে ভেরেন্ডা-ফ্রাই বানানো আর খই ভাজা... এই করতে করতে কত্ত সব কথা আসে মনে...
  • কি পড়লাম - নীলপদ্ম - হুমায়ুন আহ্‌মেদ।
  • কি করলাম - ওই যে... ভাজাভুজি।
  • কি বুঝলাম - এটা চাপ টপিক, পরে গুছিয়ে লিখব (যদি টেম পাই)
  • কি ভাবলাম - আনশান
  • কি শুনলাম - চলো.. Let's Go, Jaane Tu Ya Jaane Na (এ এ মা... পাপু নাচতে জানে না), Summer 2007 (Janiye -- ভালো গান, এটা রাখলুম "জানিয়ে") আর-ও যা যা দিল।
  • কি দেখলাম - চলো.. Let's Go, Fire (Deepa Mehta), Halla Bol (Dir. - Rajkumar Santoshi *ing - Ajay Devgan, Vidya Balan) ETC


এবার আমি তুলে দেব হুমায়ুন আহ্‌মেদ-এর 'নীলপদ্ম' এর একটু অংশ উধৃতি। সময়ের অভাবে টাইপানো গেল না। পরে সময় পেলে টাইপ করে দেবার চেষ্টা করা যাবে খ'ন (যেটা কিনা জন্মেও হবে না আপনেও জানেন আর আমিও জানি)...

নীলপদ্ম - হুমায়ুন আহ্‌মেদ
(১০৩ ও ১০৪ নং পাতা থেকে অংশবিশেষ)




No comments: