কাল ভ্যালেন্টাইন ডে। (তাতে আমার ঘন্টা। ওই ভাটাতে আমি ব্লগাচ্ছি না। এই ব্লগানোর অন্য কারণ আছে।)
আচ্ছা, আপনি বাঙালী?
আলবাৎ আপনি বাঙালী। আমার এই লেখা যখন আপনি পড়ছেন (এবং পড়ে বুঝছেন!) তখন নির্ঘাৎ আপনি বাঙালী।
আপনি কাগজ পড়েন?
বাঙলা খবরের কাগজ??
আপনি আনন্দবাজার পড়েন?
আনন্দবাজারে মাঝে মাঝে কিছু আদ্যোপান্ত ন্যাকা প্রবন্ধ (?) ছাপে। যেমন এই শনিবারে পত্রিকায় ভ্যালেন্টাইন ডে উপলক্ষে লেখা প্রবন্ধটি।
বলাই বাহূল্য, আনন্দবাজার পৃষ্ঠাটি সরিয়ে নিলে উপরের লিঙ্কটা আর বহাল থাকবে না। অবশ্য আমি জানি না এই লিঙ্ক দেওয়ায় কোনো কপিরাইটে গোঁত্তা খাচ্ছে কিনা? অবশ্য ওই লেখার জন্য-ও যদি কেউ কপিরাইট চায় তবে কিছু বলার নেই।
No comments:
Post a Comment