Search within this blog

Friday, February 23, 2007

মাটির কাছাকাছি
বসে পাশাপাশি
যতো ছোট ছোট স্বপ্নের স্বাদ ঘাসের আগায়

কতো সাধাসাধি
এসো না ঘর বাঁধি
চেনা খিড়কির দোর গলে রোদ্দুর পড়ে বিছানায়

নাওয়া-খাওয়া বন্ধ
মনে মনে দ্বন্দ্ব
কাটেনা সময় শুধু কেটে গেছে ছন্দ
জানা নেই এই হালে পালাবার আছে কি উপায়


কেন হিসেব কষা
কেন ফিরে আসা
কেন রাত ঘুরে তারা গুণে জমা করা খেরোর খাতায়

তোমার বদ্ধ ঘরে
স্বপ্ন থরে থরে
রাতের আঁধারে কারা যেন এসে কিনে নিয়ে যায়

মুর্খ অবোধ যত
পাগল অসংযত
তোমার অণ্বেষণে মূল্য দিয়েছে কত
জানে নাতো এই হালে পালাবার আছে কি উপায়


তোমার সোনার খাঁচা
নিয়ম করে বাঁচা
তোমার নগরী জানি শেষ এসে এই ঠিকানায়

কাঁচের দোকানঘরে
রাতের তেপান্তরে
জানি তোমাকেই পাওয়া যাবে এইখানে এই ঠিকানায়

অস্থি-মজ্জা যত
অজানা অচেনা ক্ষত
সাজায় পসরা এসে এখানেই অবিরত
জানেনাতো এই হালে পালাবার আছে কি উপায়


=========================================
চন্দ্রবিন্দুর এই গানের কথাগুলি কেমন যেন মিলে যাচ্ছে।
এই বুধবার ইন্টারভিউ-এ আমি বলেছিলাম, আমার ব্লগ অনলাইন ডায়রী নয়।
আজকের পোস্টে কি একটু সেই ডায়রী-ডায়রী গন্ধ পাওয়া যাচ্ছে??

No comments: