Search within this blog

Monday, November 19, 2007

Ok now let me put a old poem here. It was written in collaboration with Abhijit some time in class XI I suppose.

রঙ ছড়ানো সোনালী রোদের মায়া
জীবন স্বপনে লাগে গ্লানির ধোঁয়া
হঠাৎ কোথায় ওঠে ঝোড়ো তুফান
নিভিয়ে দেয় ঝরা জীবনের বাতি।

স্বার্থের কালি মাখা দেশপ্রেম আজ
সীমান্তে লাগে তাই বারুদের আঁচ
ধোঁয়া হয়ে উড়ে যায় সব প্রতিবাদ
দুঃস্বপ্ন নিয়ে কাটে ভয়ানক রাত
হঠাৎ কোথায় ওঠে ঝোড়ো তুফান
নিভিয়ে দেয় ঝরা জীবনের বাতি।

দিনের দিশারী ওই সূর্য্যটা ডোবে
ভালবাসা শেষ হয় এক পলকে
কাঁটার ঝোপের মাঝে স্বপ্ন আবাদ
হাওয়া হয়ে ভেসে যায় অপূর্ণ সাধ
হঠাৎ কোথায় ওঠে ঝোড়ো তুফান
নিভিয়ে দেয় ঝরা জীবনের বাতি।

মায়াবী রাতে রূপালী চাঁদের আলো
মনের কোণে হাজার মন্দ-ভালো
হঠাৎ কোথায় ওঠে ঝোড়ো তুফান
নিভিয়ে দেয় ঝরা জীবনের বাতি।

No comments: