ভেসে যায় নিষ্ঠুর রাত চারপেয়ে।
ভেসে যাই আমিও তোমার দাঁড় পেয়ে।।
ভেসে যাই আমরা দুজন পাল তুলে।
ভেসে যাই ছেড়ে যতসব ফালতু লেন।।
একসাথে আজ এই দুটি প্রাণ একলা হোক;
ভেসে যাক দুজনার চার আলগা ঠোঁট।।
আজকে আমি তোমার সাথে একলা যে...
ক্লান্ত জীবন তোমার কাছেই নীড় খোঁজে।
তোমার চোখেই দেখতে পেলাম দিগন্ত,
হাত ধরে মোরা পার হয়ে যাব অনন্ত।
বাঁচছি তোমায় আজকে শ্বাসে-প্রশ্বাসে
ফুরাবে এই বাঁচা জেনো শেষ নিঃশ্বাসে।।
No comments:
Post a Comment