Search within this blog

Wednesday, February 28, 2007

বাজে ভাট

আমাদের জীবনের সঙ্গে আমাদের সংস্কৃতির যোগ আর আমাদের জীবনে সংস্কৃতির প্রভাব এবং অন্যভাবে বলতে গেলে, আমাদের সংস্কৃতির উপর আমাদের জীবনধারার প্রভাব... ... ...
আমি জানি যে এসব খুবই গুরুগম্ভীর আলোচনা যা আমার ব্লগের সঙ্গে ঠিক যায় না। তাই আমি এ লাইনে আর যাচ্ছিইনা। বরং আমার জীবনের কিছু দেখা, কিছু চেনা, কিছু শোনা আর কিছু অনুভব করা কথা এখানে বলব।
কয়েক বছর আগে যখন চারদিকে বাংলা ব্যান্ডের ক্রেজ জাঁকিয়ে বসেছে, ভূমি রয়েছে অবিসংবাদিত এক নম্বরে, আর ভূমির গান বারান্দায় রোদ্দুর চারদিকে লোকের মুখে মুখে ফিরছে, ঠিক তখনই আমি আমার সাইকেলে পাম্প করাতে নিয়ে গিয়েছিলাম পাড়ার একটা সাইকেল দোকানে। চারদিকে মাইকে তখন তোমার দেখা নাই খুব চলছে। কিন্তু পাম্প করে দিতে এল যে চোদ্দ পনেরো বছরের ছেলেটি সে দেখলাম গাইছে, কোমর ব্যথা নাই রে, কোমর ব্যথা নাই...। দূর থেকে ভেসে আসা মাইকের আওয়াজে সে হয়তো এটাই শুনেছে, আর নিজের মতো আত্তীকরণ করে নিয়েছে।
না; আমি কোনো ব্যখ্যায় যাব না। শুধু বলতে চাই সংস্কৃতি যেমন অনেক সময় আমাদের সমষ্টিগত হাসি-কান্না আনন্দ-বেদনার প্রকাশ, সেইরকমই সংস্কৃতি অনেক সময় আমাদের ব্যক্তিসত্তার উপর নির্ভর করে অন্যভাবে আত্তিকৃত হয়।
কি, একটু ভারী হয়ে গেল? কী আর করব! গত কয়েকদিন ধরে চিন্তাভাবনা দেখছি কেমন ভারী ভারী গুরুগম্ভীর টাইপের হয়ে গেছে।
চেনা গন্ডীতে ফিরে আসা যাক।
অর্কূটে ফিরে আসা যাক।
গত কয়েকমাস আমি এবং আমার কয়েকজন বন্ধু চুটিয়ে অর্কূট করেছি। সংস্কৃতি পেরিয়ে অর্কূট তাই কিছুটা ব্যক্তিসত্তায় ঢুকে গেছে। (আনসান স্ক্রাপের মাহাত্ম্য বেশ বুঝতে পারছি।) স্ক্রাপ আমাদের ভাবতে শিখিয়েছে, কীভাবে প্রকাশ্য ক্ষেত্রেও দ্ব্যার্থবোধক সংকেতের সাহায্যে অথবা ধোঁয়াশাময় শব্দবন্ধের মাধ্যমে ব্যক্তিগত কথাবার্তা চালানো যায়। সারাদিন বন্ধুদের সঙ্গে চলতে থাকা কথার আবর্তের পাশাপাশি অর্কূটে তৈরী হয় সাংকেতিক কথার অন্য আবর্ত। আর তাই আমরাও একটু অন্যভাবে ঘুরে চলি। অর্থাৎ ব্যক্তিসত্তায় অর্কূটের প্রভাবকে অস্বীকার করার উপায় নেই।
এছাড়াও অর্কূটে তৈরী হয় নিজের সংস্কৃতি এবং অপসংস্কৃতির এক অনন্য মাত্রা। এর মধ্যেই অর্কূটে মহিমা সহ চলে এসেছে সত্য সাঁই এর প্রচার স্ক্রাপ। আমাদের মনের জমে থাকা ক্ষোভ স্থান পেয়েছে বিভিন্ন হেট্‌ কমিউনিটিতে (এই হেট্‌ কমিউনিটি বিষয়ে বহু লোকে গুচ্ছ গুচ্ছ কথা বলেছে তাই আমি আর বলবনা)। এস-এম-এস এর পর আমাদের সাহিত্য প্রতিভা পুনরাবিস্কৃত হয়েছে কিছু কিছু স্ক্রাপে এবং সাহিত্য আলোচনাচক্রে। বাংলা ভাষাতেও তৈরী হয়েছে বেশ কিছু কমিউনিটি। যেমন কবিতা মুক্তমঞ্চ (বোকাবোকা আর বুড়োটে), বাংলা উপন্যাস ( অ আ = সম্ভব আঁতেল) ইত্যাদি। তবে একটা কমিউনিটির নাম নিতেই হবে। সেটা হল বাংলা খিস্তি (bangla khisti http://www.orkut.com/Community.aspx?cmm=5682714 )। উঁহু, খিস্তি শুনে নাক সিঁটকাবেন না। আপনি যদি বাংলা ভাষাকে ভালবাসেন তবে তাকে সম্পূর্ণতায় ভালবাসুন। খিস্তি যেকোন ভাষার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বাংলাকে ভালবাসতে হলে খিস্তি বাদ দিয়ে ভালবাসলে চলবে না। আর ওই কমিউনিটিটায় যাওয়ার পর আপনি বুঝতে পারবেন, অন্যান্য ভাষার খিস্তির তুলনায় বাংলা খিস্তিতে কত মিষ্টতা আছে। (খিস্তি ব্যাপারটা খুব একটা খারাপ নয় তাছাড়া। মনের যে গভীর আবেগ সহজ চার অক্ষরে বোঝানো যায় তার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে প্যারাগ্রাফ ভরানোকে বাংলায় আঁতলামি বলে।)
সকল কাজের মধ্যে অর্কূট জড়ানো। অনির্বাণের পাঠানো এই কবিতাটা দিয়ে শেষ করব।
The Orkut Song: (Woh Lamhe সিনেমার Kya Mujhe Pyaar Hai এর সুরে)
Kyun aaj kal homework kam orkut jyada hain
Lagta fail hone ka pura hi iraada hain
Kal tha topper aaj 40 bhi jyada hai
Lagta fail hone ka pura hi iraada hain
Kya mujhe pyar hai haan...
Orkut se pyar hai haan.....------(2)
Ooooo Oooooooo Ooooooooooooo
Tutor ki in classes main
Boring si ek Teacher hai
Jabse mila hai ye Orkut
Badla har ek manjar hain
Dekhun jahaan mein neeli-neeli iss screen tale
Dost naye-naye hai jaise milte hue
Tu mere khwabon mein,jawaabon mein sawaalon mein
Har din chura tumhe main laata hoon khayalon mein
Kya mujhe pyar hai haan...
Orkut se pyar hai haan.....------(2)
Ooooo Oooooooo Ooooooooooooo
একটি ব্যক্তিগত স্বীকারোক্তি :-
আজকের ব্লগের সঙ্গে অন্যদিনের ব্লগের পার্থক্য হল, আজকের ব্লগটা ঠিক স্বতঃস্ফূর্ত নয়। অনেকটা লিখব বলে ঠিক করে তার পর বিষয় বেছে, ফরমায়েসী গোছের লেখা।

Sunday, February 25, 2007


OPTICAL ILLUSION:
An optical illusion is characterized by visually perceived images that, at least in common sense terms, are deceptive or misleading. Therefore, the information gathered by the eye is processed by the brain to give, on the face of it, a percept that does not tally with a physical measurement of the stimulus source. A conventional assumption is that there are physiological illusions that occur naturally and cognitive illusions that can be demonstrated by specific visual tricks that say something more basic about how human perceptual systems work.

The above words (and the pic also) is from wiki

What we see "may be or may not be" true. To admit this I gave you the above pic. Actually the picture itself tells all. We do not see, we perceive. The act of seeing something is inseparably related to perceiving. When an image arrives at the retina, brain maps the image with our experience and convention. The sight is out come of these two.

-------------------------------------------
The words worked good as a wrapper na?
-------------------------------------------

Friday, February 23, 2007

মাটির কাছাকাছি
বসে পাশাপাশি
যতো ছোট ছোট স্বপ্নের স্বাদ ঘাসের আগায়

কতো সাধাসাধি
এসো না ঘর বাঁধি
চেনা খিড়কির দোর গলে রোদ্দুর পড়ে বিছানায়

নাওয়া-খাওয়া বন্ধ
মনে মনে দ্বন্দ্ব
কাটেনা সময় শুধু কেটে গেছে ছন্দ
জানা নেই এই হালে পালাবার আছে কি উপায়


কেন হিসেব কষা
কেন ফিরে আসা
কেন রাত ঘুরে তারা গুণে জমা করা খেরোর খাতায়

তোমার বদ্ধ ঘরে
স্বপ্ন থরে থরে
রাতের আঁধারে কারা যেন এসে কিনে নিয়ে যায়

মুর্খ অবোধ যত
পাগল অসংযত
তোমার অণ্বেষণে মূল্য দিয়েছে কত
জানে নাতো এই হালে পালাবার আছে কি উপায়


তোমার সোনার খাঁচা
নিয়ম করে বাঁচা
তোমার নগরী জানি শেষ এসে এই ঠিকানায়

কাঁচের দোকানঘরে
রাতের তেপান্তরে
জানি তোমাকেই পাওয়া যাবে এইখানে এই ঠিকানায়

অস্থি-মজ্জা যত
অজানা অচেনা ক্ষত
সাজায় পসরা এসে এখানেই অবিরত
জানেনাতো এই হালে পালাবার আছে কি উপায়


=========================================
চন্দ্রবিন্দুর এই গানের কথাগুলি কেমন যেন মিলে যাচ্ছে।
এই বুধবার ইন্টারভিউ-এ আমি বলেছিলাম, আমার ব্লগ অনলাইন ডায়রী নয়।
আজকের পোস্টে কি একটু সেই ডায়রী-ডায়রী গন্ধ পাওয়া যাচ্ছে??

Sunday, February 18, 2007

Hairs are countable

Can you count how many hairs you have?

What you said? You can’t count the no. of hairs as it is uncountable?

Wait a minute. I can prove that you can actually count the no of hairs you have.

You don’t believe! Check it out:

I am going to use the method of induction for this.

Let n = no. of your hair(s). We need to prove that the value of n can be counted.

Basis:

Let n = 1 (i.e. you have only one hair.)

In this case, you can easily count the no. of hair you have.

Induction:

Let the proposal be true for a finite integer k. (i.e. if the no. of your hairs are <= k, you can count it. Here k is finite because the no. of hairs are also finite.)

Now we need to show the proposal is true for n=k+1.

For this just add one more hair to the pack of k hairs. As you are adding a countable no. of hairs, the pack of hair after addition remains countable.

So, the theorem is true for n=k+1.

As, k is any finite integer, the proposal is true for any finite no. of hairs. Hence the proposal is proved.

Isn’t it bizarre? It is possibly a paradox like the horse paradox (in the Horse paradox, you prove by the method of induction that all horses are of the same color.)

Friday, February 16, 2007

Dead man and the Night

Dead man walking through the night.

Please come and help him to see…

Long time he spent in the grave.

His body is rotten.

He do not have eyes.

Go and help him to see…

His legs have been eaten up.

He can’t walk.

Please help him to stand.

Dead man walking down the street.

His legs are trembling

Eyes are shut

Go and give him a kick in the back

Tuesday, February 13, 2007

ওয়ে! ভ্যালেন্টাইন ডে তে কী ওয়েদার দিয়েছে!!

ছাতা বার করতে আর অজুহাত লাগবে না।

কাল ভ্যালেন্টাইন ডে। (তাতে আমার ঘন্টা। ওই ভাটাতে আমি ব্লগাচ্ছি না। এই ব্লগানোর অন্য কারণ আছে।)

আচ্ছা, আপনি বাঙালী?

আলবাৎ আপনি বাঙালী। আমার এই লেখা যখন আপনি পড়ছেন (এবং পড়ে বুঝছেন!) তখন নির্ঘাৎ আপনি বাঙালী।

আপনি কাগজ পড়েন?

বাঙলা খবরের কাগজ??

আপনি আনন্দবাজার পড়েন?

আনন্দবাজারে মাঝে মাঝে কিছু আদ্যোপান্ত ন্যাকা প্রবন্ধ (?) ছাপে। যেমন এই শনিবারে পত্রিকায় ভ্যালেন্টাইন ডে উপলক্ষে লেখা প্রবন্ধটি।

http://www.anandabazar.com/archive/1070210/10nibon.htm

বলাই বাহূল্য, আনন্দবাজার পৃষ্ঠাটি সরিয়ে নিলে উপরের লিঙ্কটা আর বহাল থাকবে না। অবশ্য আমি জানি না এই লিঙ্ক দেওয়ায় কোনো কপিরাইটে গোঁত্তা খাচ্ছে কিনা? অবশ্য ওই লেখার জন্য-ও যদি কেউ কপিরাইট চায় তবে কিছু বলার নেই।

Sunday, February 04, 2007

এটা কাল রাতে লিখেছি।

Sunday, 1:40 AM

There is a dreamy night out there. I just opened the window to feel how nostalgic the smell of the night can be. Dim light of a distant light post is fading the ivory darkness a bit. Cool breeze is flowing with a little smell of humidity. Some bats are out at their work. They are not like me. They are not rambling in the maze of fuzzy thinking like me.

I shut the window, helped myself with some water directly from the jug. Some droplets fell on my cheek. Coming down they provoked me to think.

I opened a khata and started writing…

I have just now shutted down my PC after a failed attempt to copy the DVD of The DaVinci Code and of course spending useless time in Orkut scrapping and all that things. (There are times when Orkut comes handy. I’ll speak about that someday else.)

Common and mediocre. That is what we are living I am writing this stuff keeping aside the note of Sparse Matrix. But then I think. Our life is like a sparse matrix. Too empty; with too few notable things. There are mostly zeros and little no of mediocre and commonplace things. That is why we need that is why we need to fill the blanks with stuffs like SMS Jokes, Yahoo! Mail jokes, cine gossips, cricket gossips and all that.

One… two… three… those droplets are making me wet; forcing me to think as they are touching me while going down, down and down. What all these things are heading towards? Living life like a sparse matrix! Filling the empty cells with useless stuffs and in turn being the way through which big companies earns money. In the morning, when I will publish my blog, I know I will actually help Google to make money.

I picked up a towel and wiped out those few droplets from my skin. This is 2:10AM. I will sleep now. Don’t worry I will again scrap you tomorrow.

-- Zoydip

(4th February, 2007)

PS: Some crows have woken up as an aero plane passes through the midnight sky.

PS2 (not from Sony): I know this is too trivial and everyone knows it:

printf(3 + “Zoydip”); actually prints “dip”.