Search within this blog

Showing posts with label রেগেমেগে লেখা কবিতা. Show all posts
Showing posts with label রেগেমেগে লেখা কবিতা. Show all posts

Sunday, January 13, 2008

শেষমেশ


এতমাস পরে
পড়ে থাকল শুধু কিছু চেষ্টা।
মিল হওয়ার
খাপ খাওয়ার।।

আর কিছু নেই হাতে।
আছে শুধু চেষ্টার খতিয়ান।

আর কিছু তুলনা...

আমি কি করেছি আর ও কি করেছে...
আমি এটা করেছি তা সত্বেও ও এটা করেছে!
আমি এত করেছি আর ও কি করেছে!
আমার জন্য ও কি করেছে?

আমি চেষ্টা করেছি
চেষ্টা করেগেছি...

মিল হওয়ার
খাপ খাওয়ার।

আমি ওর জন্য কি করেছি?

Tuesday, November 13, 2007

আমার সঙ্গে দুর্ব্যবহার যা তুমি করেছো,

তা সবই আমার প্রাপ্য ছিল।

ভাল ব্যবহার করেছো যেটুকু,

তা তোমার অনুগ্রহ।

বিদায় বোলোনা তবু তুমি আজ

বোলো দুঃখ দেওয়াটাই হিংস্র রেওয়াজ।

আমার চোখের তুচ্ছ অশ্রুকণা...

দিলাম শেষ উপহার।।

Monday, November 12, 2007

মাপা মাপা কথা আর মেপেজুপে হাসি
তবুও কি আমি আজও দোলাচলে ভাসি?
ভেসে যাই আবারো পুরনো সে পথে?
মনকে শক্ত করে ভুলি কোনোমতে
রাত্রির শেষে পাওয়া নরম শিশির
কুড়িয়ে নিয়ে ভাসি...
নিয়ে মাপা মাপা কথা আর বিষণ্ণ হাসি।।

Wednesday, October 24, 2007

রেগেমেগে লেখা কবিতা
---------------------------------------
একলা বাতায়নেতে দাঁড়িয়ে আছো তুমি
কার প্রতীক্ষায়?
আমার তো নয়...

তোমার জন্য একদিন কেঁদেছিল মন
সেই ইতিহাস
এখনো আমায় কাঁদায়

এখন বিষাদ শুধু জমে আছে এ বুকের চরে
সেই বিষাদে আছড়ে পড়ে নদীর ঢেউ...
আমায় ভাসায়।

তোমায় দেখেও দেখিনা আজকাল...
কিংবা দেখতে ভয় পাই সোজাসুজি
যদি আবার কেঁদে ওঠে মন সেই ভয়

কিন্তু তবু সারাক্ষণ হতাশায় থাকি...
কেন কইতে পারিনি কথা
চোখের ভাষায়!