Search within this blog

Tuesday, September 16, 2008

মনখারাপের বিকেলবেলায়

মনখারাপের বিকেলবেলায় আকাশ তখন কাঁদছিল
একটুখানি ভেজার জন্য সাধছিল

কিন্তু আমি যাইনি তখন, আমার তখন কাজ ছিল
স্বপ্নগুলো বুকের ভেতর বাজছিল

"শিশিরগুলো জমিয়ে রেখো", বলেছিলাম আকাশকে
দমিয়ে রেখে মনেই ইচ্ছা-বাতাসকে।

দিনের শেষে সন্ধ্যা নামে, দুচোখ তখন কাঁদছিল,
একটুখানি ভেজার বড় সাধ ছিল

1 comment:

Debosmita said...

কবিতা টা পড়ে আমার অনেক পুরোনো কথা মনে পড়ে গেল।
এটা আমার পড়া তোমার প্রথম কবিতা।
..............সেজন্য আমি ুব খুশি হয়েছি।