কী যাতনা বিষে বুঝাবে সে কিসে
কভু আশীবিষে দংশেছে যারে
যতদিন আমি তোমার কাছে আছি,
যা যা পাওয়ার পেয়ে নাও।
প্রাণভরে ভালবেসে নাও।
জানিনা কবে শুরু হয়ে যাবে
অব্যক্ত প্রতিশ্রুতির নিঃশব্দ বিস্মরণ।
বুকের ভেতরে জমা চাপা হতাশা;
কিন্তু এখনও জানি জেগে আছে প্রাণ...
যতখানি প্রাণ ঠিক তত ভালবাসা।
JDL-15062003-2CX
প্রেম কাকে বলে জানো নাকি তুমি?
কাকে বলে প্রেম... জানোনা! তাহলে,
শুনে নাও আজ –
প্রেম হল গিয়ে ফালতু ফানুসে
উড়ে চলা আর
কিছুটা বাদেই ফট করে তুমি
যাবে যেন ফেঁসে
মিছে ভালবেসে
শক্ত মাটিতে আছড়ে পড়ার আগেই
পড়বে প্রেম বারিধিতে
আর একবার
ক্ষীরবারিধীতে, ফের একবার
তারও কিছু বাদে ট্রান্সফার হবে –
বিষ্ঠাসলিলে।
ফের দাও ডুব, সাঁতার জানোনা?
ফের যাও মরে।
আবারও বাঁচো,
কারও হাত ধরে।
অন্য সে হাত একই হাত নয়।
মন যারে চায়, সে হাত তুমি পাবেটা কোথায়?
সবই বিচ্ছিন্ন ভাঙাগড়ার খেলা...।
দুদিনের ভাব, তারে বলি প্রেম
তারপরে শেষ।
সব শেষ।
ফানুস চুপসে যায়।
প্রেমসরোবর খটখটে।
হয়তো যুক্ত হয় নতুন বন্ধন, সম্পর্কের
কিন্তু প্রেম কমে আসে।
আস্তে আস্তে,
তাই না?
প্রেম হল গিয়ে শুধু দেওয়া আর নেওয়া
পলিসির নাম গিভ অ্যান্ড টেক।
তৃষ্ণার্ত মানুষ যখন
বেপাড়ায় গিয়ে খুঁজে ফেরে প্রেম,
প্রেম কিনে নেয় টাকার বদলে,
আমরা বলি, ছি ছি ছি।
তুমি আর ও,
দুজনে যখন রাস্তায় হাঁটো;
গুজুর গুজুর – ফুসুর ফুসুর
কীসব যেন বল,
সেটা প্রেম নাকি?
হয়তো হবে;
প্রেমিকা, না শুধু শরীর ওটা
ভেবে দেখেছো কি?
হয়তো দেখেছো।
ফুলশয্যাসম রাতে,
চুপি চুপি খুলে গিয়েছিল সব বাঁধ।
সকালে অবশ্য যে কে সেই।
রাতের আদরের সব চিহ্ন,
মুছে ফেল শরীর থেকে;...
আমরা বলি,
ভদ্রলোক এরা।
আর তার দুদিন বাদেই,
তোমাকে লেঙ্গি মেরে আরেকটার সাথে করে।
আমরা বলি,
যাঃ কলা।
সত্যিকারের প্রেম কাকে বলে জানো?
‘ক্ষীরবারিধি’ সে নয়।
‘বিষ্ঠাসলিল’ তো নয়ই।
সত্যিকারের প্রেম হল,...
যাকে বলে স্যালাইন ওয়াটার।
দুঃস্থ তোমাকে বাঁচিয়ে তুলবে,
দেবে নতুন জীবন,
যোগাবে বাঁচার আশা,
জীবনের রসদ হয়ে উঠবে,
কাজে লাগাবে না;
কাজে লাগবে।
আবার কবিতা
অলস মস্তিষ্ক শয়তানের বাসা
কলস মস্তিষ্ক ভুষি দিয়ে ঠাসা
আজেবাজে কথা তাই আনশান ভাষা
নিরলস মগজের কাজ ভালবাসা
“May you live as long you wish and love as long as you live” Robert Heinlein
আমি যখন উপরের দিকে তাকাই তখন মনে হয় সবাই কত সুখে আছে। কতহাসি, কত আনন্দ। আমার নিজের অবস্থার কথা ভেবে ভীষণ দুঃখ হয়। তারপর আমি নিচের দিকে তাকাই, আমার আরো বেশী দুঃখ হয়।
সারাদিন বসে বসে দুঃখ বিলাস আর
পুরনো কথা ভেবে চাপা হতাশা;
আবার কোন স্মৃতিতে একটুকু হাসা;
যতখানি প্রাণ ঠিক তত ভালবাসা।