কি লিখব জানি না। একান্তে খুলে বসেছি ভাটের পাতা। ফালতু ব্লগের ফালতু লেখা লিখতে চলে এসেছি কিছু না ভেবেই।
কেন এসেছি জানি না। দিনান্তে খুলে বসেছি ভাটের পাতা। অগাধ জ্ঞান বিতরণ করতে চলে এসেছি কিছু না জেনেই।
কেন জানিনি জানি না। অজান্তে চচ্চড়ি করে ফেলেছি তোমার ঘিলু। তুই এখন রেগেমেগে কোথায় পালাবি ভাবছিস।
আমার ব্লগ পড়িস নি। এখান থেকে পালা। কোনো ভ্যালু পাবি নি। কোনো শক্ত থিয়োরী সহজ করে বোঝানো নেই এতে। জীবনের আপাত সরল প্রতিপাদ্যগুলোকেই জটিল করে ঘাঁটা রয়েছে।
কিছু চারা কথা, কিছু ঝাড়া কথা, কিছু ঘিলু ঘুঁটে ঘুঁটে নাড়া কথা এখানে পড়ে রয়েছে। বেশিক্ষণ থাকিস নি এখানে। যা বুঝেছিস, যা শিখেছিস অ্যাদ্দিনে সব ভুলে যাবি।
পালা... পালা... শীগ্গীর পালা।
No comments:
Post a Comment