Search within this blog

Tuesday, June 26, 2007

... (হরিদাসের বুলবুলভাজার সুরে)

=================================
মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল তাই এসেছে জুন.

কিছুটা সেই ফ্রাস্টুতে,
ভুল করি টু প্লাস টু তে।
চারপাশে বৌদির সংখ্যা বাড়ছে যে তাই ছুটেছে ঘুম।
মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল তাই এসেছে জুন.

সামনে সেম আর পিছনে বাঁশ।
করছে যে তাই প্রাণ হাঁসফাঁস।
রাত্রি এলেই চেপে ধরে একলা-ফোকলা নিঃস্ব-নিঝুম।
মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল তাই এসেছে জুন.

আর কী গরম দিয়েছো দাদা!
মাথার ঘামে রাস্তা কাদা।
জল খেয়েছি খাইনি আদা। চাঁদ এসে তাই দেয়নি যে চুম।।
মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল তাই এসেছে জুন.

- জয়দীপ দত্ত – ০২/০৬/০৭ – ০২:০০ অপরাহ্ন

No comments: