Search within this blog

Tuesday, October 10, 2006

সবাই পাখী জুটিয়ে নিয়ে চুটিয়ে করছে প্রেম,

আমি খালি একলা বসে, শেম শেম শেম।

শেম-এর পরে শেম জমে টু-দি-পাওয়ার কত

কে জানে তা! হিসেব কষার সময় পেলাম নাতো।

আজকে যখন ভাবতে বসি, সামনে নিয়ে খাতা

স্মৃতির ঢেলা উজিয়ে উঠে এক্কেবারে যা তা।

Monday, October 09, 2006

-: পুজো ও বিজয়ার ছড়া :-

শিউলি ফুলের গন্ধ মেশা

হাওয়ায় যেন আজব নেশা

শিশির ভেজা ভোরের মাটি

ঢাকে আবার পড়লো কাঠি

শরৎ আবার ডাক দিয়েছে

মা এসেছে

ঢাকের উপর ছিল কাঠি

পুজো হল জমজমাটি

আজ মায়ের ফেরার পালা

জানাই তাই এইবেলা

শুভ বিজয়া

সাদা মেঘের ভেলা

নীল আকাশের কোলে,

শিউলি ফুলের মেলা

সবুজ ঘাসের ঢালে

এমন করে আবার এস

মাগো, হাসির ঝলক নিয়ে

কাটলো পুজো চারটে দিন

wait আবার অনেক দিন

চারদিনেরই চাওয়া পাওয়া

সব পেয়ে আজ বিজয়া

মন বলে আজ ঢাকের রবে

আসছে বছর আবার হবে

Sunday, October 01, 2006

MISTAKE TO MISTAKE
CODE LANGUAGE. YOU WILL NOT UNDERSTAND (HA! HA!! HA!!!)